দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পাবনায় সিপিবির পদযাত্রা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, পাবনা : দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে পাবনায় সিপিবির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূুচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়।
পাবনা স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাবনা প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য দেন সিপিবির জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি ক্ষেতমজুর নেতা সন্তোষ রায় চৌধুরী প্রমূখ।
বক্তারা পেঁয়াজ, চাউলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
Spread the love