ধর্ষকদের ফাঁসীর দাবিতে পাবনায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
পিপ (পাবনা) : দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে এসব ঘটনার সাথে জড়িতদের ফাঁসীর দাবিতে পাবনা প্রেসক্লাবের সামনে রোববার মুক্তিযোদ্ধা সংগঠনের মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখা ও একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও পাবনা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন এর সভাপতিত্বে ও জেলা শাখার দপ্তর সম্পাদক সাংবাদিক শফিক আল কামালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো. মকবুল হোসেন সন্টু, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা জেলা শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম বাবলু, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোমিনুর রহমান বরুণ, একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেল শাখার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলী জববার, মুক্তিযোদ্ধা সংসদ পাবনা সদর উপজেলা শাখার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু জাফর, সেক্টর কমান্ডারস্ ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১ পাবনা জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও সাংস্কৃতিক ঐক্যজোটের সভাপতি মো. আবুল কাশেম, যুব বিষয়ক সম্পাদক জেবুন্নেছা ববিন, নির্বাহী সদস্য হাসিনা আক্তার রোজী, আন্তর্জাতিক মানবাধিকার অপরাধ দমন পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল হাসনাত, বঙ্গবন্ধু ফাউন্ডেশন পাবনা জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম প্রমুখ।