নকল করে বিতর্কে মিমি
বিনোদন: কখন ভুল আঙুলে ভাইফোঁটা আবার কখনও এনআরএস-এর কুকুরকা- নিয়ে বিতর্কিত পোস্ট। আর এবার ‘টিক-টক’-এ জ্যাকলিনকে কপি করে ভক্তকুলের মুখে চুন-কালি দিয়ে বিতর্কে অভিনেত্রী মিমি চক্রবর্তী। বলিউড যা করে দেখায় গতকাল, টলিউড তাই করে দেখায় আগামীকাল। এ কোনও স্লোগান নয়। এটা একটা দর্শন। যে দর্শনের উপরে ভরসা রেখেই তরতর এগিয়ে চলেছেন কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির ডাকসাইটের নায়িকারা। মিমি চক্রবর্তী সম্প্রতি একটি ‘টিক-টক’ ভিডিও বানিয়ে স্যোশাল মিডিয়ার সাড়া ফেলে দিয়েছেন রীতিমতো। কারণ দুটো। এক, ভিডিওটি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কাছ থেকে ঝাঁপা। পুরো ফ্রেম টু ফ্রেম সাধ্য মতো নকল করে নামিয়ে দিয়েছেন মিমি। আর দ্বিতীয় কারণ হল, ভিডিওর বিষয়বস্তু। আগাগোড়া ভিডিওটিতে একাধিক জুতোর সুখতলা দেখিয়ে গিয়েছেন মিমি। আর এতেই ক্ষোভে ফেটে পড়েছে তার ভক্তকূল।
Spread the love