নতুন আইটেম গানে নায়লা নাঈম

বিনোদন রিপোর্ট: ক্যারিয়ারের শুরু থেকেই আবেদনময়ী উপস্থাপনার মধ্যে দিয়ে দর্শকদের নজর কেড়েছেন নায়লা নাঈম। বিভিন্ন ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করার পাশাপাশি কিছু মিউজিক ভিডিওতে কাজ করেছেন তিনি। পাশাপাশি কয়েকটি সিনেমার আইটেম গানে আবেদনময়ী নায়লাকে আবিষ্কার করা গেছে। মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘রাত্রীর যাত্রী’ ছবিটি। এখানেও একটি আইটেম গানে কাজ করেছেন তিনি। নতুন খবর হলো নয়া আরো একটি ছবির আইটেম গানে এবার দেখা যাবে নায়লা নাঈমকে। সম্প্রতি সাভারে এ আইটেম গানের শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। ‘অন্ধকার জগৎ’ ছবির আইটেম গানে দেখা যাবে তাকে।
গানের শিরোনাম ‘নাচুনি বুড়ি’। এর কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল। এ বিষয়ে নায়লা নাঈম বলেন, অনেক সুন্দর ও বড় আয়োজনের সেটে ‘নাচুনি বুড়ি’ গানটির শুটিং হয়েছে। বেশ ভালো কোরিওগ্রাফিও ছিল। এত অভিজ্ঞ একটি টিমের সঙ্গে কাজ করতে পেরে ভালো লেগেছে। বরাবরের মতো এ গানেও আবেদনময়ী নায়লা নাঈমকে সবাই দেখতে পাবেন। আশা করছি ভালো লাগবে। এদিকে এ আইটেম গানের বাইরে এ পর্দাকন্যা বর্তমানে ব্যস্ত রয়েছেন মডেলিং নিয়ে। বেশ কিছু ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করছেন। পাশাপাশি কয়েকটি নতুন মিউজিক ভিডিওর কথাও চলছে। ব্যাটে বলে মিললে করে ফেলবেন। আর স্টেজ শোর ব্যস্ততা তো রয়েছেই।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!