নতুন খবর দিবেন বুবলী

বিনোদন: এখন পর্যন্ত বেশিরভাগ ছবিতে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খানের বিপরীতে যারা নায়িকা হয়েছেন, সবাই আলোচনায় এসেছেন। এ তালিকায় বর্তমানে অবস্থান করছেন শবনম বুবলী। সংবাদ উপস্থাপক থেকে চলচ্চিত্রে নাম লেখানো এ নায়িকা প্রথম ছবিতে নায়ক হিসেবে পেয়েছেন শাকিব খানকে। ‘বসগিরি’ নামের সেই ছবি মুক্তির পর আলোচিত হয়। এরপর শাকিবের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন ‘শুটার’ ছবিতে।

‘বসগিরি’ ও ‘শুটার’ ছবি দুটির পর শাকিব খানের সঙ্গে জুটি হিসেবে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করে দর্শকদের গ্রহণযোগ্যতা পান চলচ্চিত্রের বর্তমান তারকা শবনম ইয়াসমিন বুবলী। তিনি বর্তমানে ‘একটু প্রেম দরকার’ ছবির কাজ নিয়ে ব্যস্ত আছেন। শাহীন সুমনের পরিচালনায় এ ছবিতে ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খানের বিপরীতেই তিনি অভিনয় করছেন।

শাকিব খানের সঙ্গে এ পর্যন্ত একটানা সাতটি ছবিতে তিনি অভিনয় করেছেন। ছবিগুলো মুক্তি পাওয়ার পর প্রায় প্রতিটি ছবি বেশ সাফল্য পেয়েছে। এদিকে খুব শিগগিরই শাকিব খান জনপ্রিয় নির্মাতা কাজী হায়াত পরিচালিত ‘বীর’ ছবির কাজ শুরু করবেন। এ ছবিতেও কি শাকিবের বিপরীতে বুবলী অভিনয় করবেন তা এখনো নিশ্চিত না করলেও বুবলী বলেন, অচিরেই নতুন খবর জানাবো। ভালো কিছু কাজ করার ইচ্ছে রয়েছে।

প্রসঙ্গত চলচ্চিত্রের একটি পক্ষ যখন জুটি ভাঙার শঙ্কায়, তখন শাকিব-বুবলী জুটি হিসেবে বেশ কিছু ছবি উপহার দিয়েছেন। ছবিগুলো মুক্তি পাওয়ার পর এসবের মধ্যে কয়েকটি ব্যবসায়িক সফলতা পাওয়ার কারণে বুবলীকে নিয়ে প্রযোজকরাও আগ্রহ দেখিয়েছেন।

এদিকে বুবলী নতুন ছবির বিষয়ে বলেন, ভালো কাজ করে যেতে চাই। আর প্রতিটি ছবিতে দর্শকদের সামনে নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা থাকে আমার। ‘একটু প্রেম দরকার’ ছবিতেও নতুনত্ব পাবেন দর্শক। আর পরিকল্পনার বাইরে আমি কাজ করি না। আমি এখনো প্রতিনিয়ত শিখছি, আর সেভাবেই সামনে এগিয়ে যেতে চাই।

আর আমার মনে হয় নির্মাতা, ভালো গল্প ও শিল্পী এ তিনটি ভালো থাকলে যেকোনো সময়ই ছবি দর্শক গ্রহণ করেন। শাকিব খানের সঙ্গে বুবলীর ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ নামে সাতটি ছবি এরইমধ্যে মুক্তি পেয়েছে। বর্তমানে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ছবিতে অভিনয় করছেন বুবলী। এ ছবিটি নিয়েও বেশ আশাবাদী তিনি।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!