নতুন ছবি ‘জ্বিন’এ পিয়া বিপাশা
বিনোদন: বিজ্ঞাপনে ও নাটকের জনপ্রিয় মুখ পিয়া বিপাশা সম্প্রতি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির নাম ‘জ্বিন’। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় এ ছবির কাজ ফেব্রুয়ারিতে শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জাজের চেয়ারম্যান আবদুল আজিজ। তিনি বলেন, এ ছবিতে রোশান ও পূজা চেরির পাশাপাশি পিয়া বিপাশা ও ‘স্বপ্নজাল’ ছবির নায়ক ইয়াশ রোহানকে দর্শকরা বড়পর্দায় দেখতে পাবেন। এ ছবিটির গল্প এগোবে দুই নায়িকা ও দুই নায়ককে নিয়ে। এখানে কারও চরিত্রই ছোট কিংবা বড় নয়। ‘জি¦ন’ নির্মিত হবে একটি সত্য ঘটনার ওপর ভিত্তি করে।
পিয়া বিপাশা বলেন, এ ছবিতে অনেক চমক রয়েছে। পরিচালকের নাম কয়েকদিন পর জানাবে জাজ।
Spread the love