নতুন জুতায় পায়ে ফোসকা, যা করতে হবে

লাইফস্টাইল: নতুন জুতা পড়লে অনেকের পায়ে ফোসকা পরে যায়। ফোসকা পড়লে একদিকে যেমন পায়ে যন্ত্রণা হয় তেমনি দেখতেও খারাপ লাগে। পায়ের ফোসকা থেকে কীভাবে মুক্তি পাবেন চলুন জেনে নেওয়া যাক।
১. জুতোর সঙ্গে মোজা পরুন। এতে আপনার পা ভাল থাকবে। নোংরা থেকে দূরে থাকবে। তাছাড়া জুতোর সঙ্গে গোড়ালিও ঘষা লাগবে না।
২. ফোসকা থেকে বাঁচার জন্য টো প্রোটেক্টর বা টো ক্যাপও ব্যবহার করতে পারেন। এগুলো আরামদায়ক এবং ফোসকা নিরোধক।
৩. গোড়ালির অংশে রাখুন শু প্যাড এবং ইনসোল। এর ফলেও ফোসকা পড়ার আশঙ্কা অনেক কম হবে। ফোসকা পড়ার সম্ভাব্য অংশে লাগিয়ে রাখুন পেপার টেপ বা সার্জিক্যাল টেপ।
৪. কিছু দিন জুতোর ধার বরাবর নারকেল তেল বা অলিভ অয়েল বা পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এতে জুতা নরম হয়ে যাবে। পরলে ব্যথা লাগবে না। তবে চামড়ার জুতা হলে তেল ব্যবহার থেকে বিরত থাকুন।
৫. ফোসকার উপর দিতে পারেন পেট্রোলিয়াম জেলিও। এর ফলেও তাড়াতাড়ি কমবে যন্ত্রণার তীব্রতা।
৬. ফোসকার ক্ষতস্থানে অ্যালোভেরা জেল দিন। অ্যালোভেরা ব্যাথা কমাবে।
৭. যেখানে ফোসকা পড়েছে, সেখানে মধু লাগান। মধুর অ্যান্টি ভাইরাল ও অ্যান্টি ইনফ্লেমেটরি গুণ এ ক্ষেত্রে কার্যকর।
জুতা কেনার সময় ভালো করে খেয়াল রাখুন আপনার পায়ের গড়ন ও মাপের সঙ্গে সেটি মানানসই হচ্ছে কি না। নতুন জুতো পরে বাইরে বার হওয়ার আগে বাড়িতে পরে কিছু দিন অভ্যাস করে নিন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!