নতুন বছরেই বিয়ে করছেন রণবীর-আলিয়া

বিনোদন রিপোর্ট: বি-টাউনে বইছে ফাগুন হাওয়া। লেগেছে একের পর এক বিয়ের ধূম। এবার বিয়ের ফুল ফুটতে চলেছে আলিয়া ভাট ও রণবীর কাপুরের। শোনা যাচ্ছে, নতুন বছরেই বিয়ে করতে চলেছেন দুই তারকা। এদিকে ১৪ ও ১৫ নভেম্বরে ইতালির লেক কোমোতে গাঁটছড়া বাঁধবেন দীপিকা-রণবীর। এরপরই ডিসেম্বরে বিয়ে করতে পারেন ‘দেশি গার্ল’ খ্যাত নায়িকা প্রিয়াংকা চোপড়া। এরপরই পালা আলিয়া ভাটের। রণবীর কাপুরের সঙ্গে আগামি বছরেই বিয়ে করতে চলেছেন তিনি।
দুজনের প্রেমই বলিউডে এখন ওপেন সিক্রেট। কাপুর এবং ভাট পরিবার স্বীকার করে নিয়েছেন প্রেমের কথা। বিয়ের তারিখ নিয়েও দুই পরিবারে আলোচনা হয়েছে। বছরের শুরুতেই বিয়ের তারিখটা পাকাপাকি হতে পারে বলেও শোনা যাচ্ছে। কাপুর পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ একটি সূত্রের খবর, রণবীরের পরিবারের সকলেই মেনে নিয়েছে আলিয়াকে। রণবীরের বাবা, মা, বোন এবং পরিবারের বাকি সকলের কাছেই আলিয়া অত্যন্ত আদরের। রণবীরও চান শুভ কাজ সেরে ফেলতে। বর্তমানে চুটিয়ে প্রেম করছেন দুই তারকা। কয়েকটি জায়গাতেই তাদের খোলামেলা ডেটিং করতে দেখা গেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!