নতুন মাদক ট্যাপেন্টাডলসহ ইউপি সদস্য আটক

জয়পুরহাট প্রতিনিধিঃ সীমান্তঘেঁষা শহর জয়পুরহাটে নতুন মাদক ট্যাপেন্টাডলসহ আব্দুল মতিন নামে এক ইউপি সদস্য ও তার সহযোগী তহিদুল ইসলাম জনিকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ফেব্রুয়ারী) সন্ধ্যায় সদর উপজেলার পাকার মাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার পূর্ব পেঁচুলিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে আব্দুল মতিন(৪০) তিনি দোগাছি ইউনিয়ন পরিষদের সদস্য। নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের এনামুল হকের ছেলে তহিদুল ইসলাম জনি(৩০)।

ওসি আলমগীর জাহান জানান, আটককৃতরা বগুড়া থেকে ট্যাপেন্টাডল ক্রয় করে মোটরসাইকেল যোগে মঙ্গলবাড়ী বাজারে নিয়ে গিয়ে তাদের ফার্মেসীতে নিয়মিত বিক্রি করে আসছিলেন। বিকেলে তাদের কাছে খবর আসে। এর ভিত্তিতে পাকার মাথা এলাকায় অভিযান চালিয়ে ৭০০ পিচ ট্যাপেন্টাডলসহ তাদের আটক করা হয়।

ওসি আরো জানান, নতুন মাদক ট্যাপেন্টাডল ইয়াবার মতো। কিন্তু ইয়াবা নয়। এটি মূলত ব্যথানাশক ওষুধ। ইয়াবা আর হিরোইনের বিকল্প হিসাবে মাদকসেবীরা সেবন করছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!