নব দম্পতির প্রথম দর্শন বিয়ের পর

বিনোদন: অবশেষে সম্পন্ন হলো তারকা জুটি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের বিয়ে।ভারতের যোধপুরের উমেদ ভবনে ১ ও ২ ডিসেম্বর, দু’দিন ধরে খ্রিস্টান ও হিন্দু রীতিতে বিয়ে সম্পন্ন করেন তারা।

এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়, বিয়ে শেষে ৩ ডিসেম্বের, সোমবার বিকালে প্রিয়াঙ্কা-নিক ও তাদের পরিবারের সদস্যরা যোধপুর থেকে দিল্লির উদ্দেশ্যে রওয়ানা দেন।

এ দিন বিকেলে তারকা দম্পতিকে যোধপুরের বিমানবন্দরে হাজির হতে দেখা যায়। আর তখনই তাদের ওপর পড়তে থাকে পাপারাজ্জির ক্যামেরার ফ্ল্যাশ।এ সময় হাতজোড় করে নবদম্পতিকে ক্যামেরায় পোজ দিতে দেখা যায়। বিয়ের পর নববধূর প্রথম দর্শনের ছবিতে দেখা যায় কাজ করা সবুজ রঙের শাড়ির সঙ্গে সিঁথিতে টানা সিঁদুর দিয়েছেন প্রিয়াঙ্কা। আর তার মেহেদী রাঙা হাতে ছিল গোছা চুড়ি। এদিকে ছবি তোলার সময় নতুন বউয়ের কোমর জড়িয়ে ছবির তোলার জন্য পোজ দেন নিক।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!