নাটোরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১০
নাটোর সংবাদদাতা : নাটোর সদর ও বড়াইগ্রাম উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
বুধবার সকালের দিকে সদরের রামাইগাছী এবং বড়াইগ্রামের গড়মাটি এলাকায় ওইসব দুর্ঘটনা ঘটে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান,
বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বাইপাস সড়কের রামাইগাছী এলাকায় গরুবাহী একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে একজন নিহত হন। এখন পর্যন্ত নিহতের নাম-পরিচয় জানা যায়নি। ওই দুর্ঘটনায় আরো অন্তত ১০ গরু ব্যবসায়ী আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে এর আগে বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় বাসের চাপায় রাহেলা বেগম (৬৫) নামের এক নারী নিহত হন বলে জানায় পুলিশ। তিনি উপজেলার গোপালপুর এলাকার শুকচাঁদের স্ত্রী।
Spread the love