নাব্যতা সংকটের কবলে বাঘাবাড়ী নৌ-বন্দর
সিরাজগঞ্জ প্রতিনিধি : শুষ্ক মৌসুমের শুরুতেই নাব্যতা সংকটের কবলে বাঘাবাড়ী নৌ-বন্দর। সরাসরি জাহাজ ভিড়তে পারছে না ঘাটে। পণ্য উঠা-নামায় ব্যবহার করতে হচ্ছে ছোট ছোট নৌকা। এতে সময় বেশি লাগার পাশাপাশি বাড়ছে খরচও। দেখা দিয়েছে বোরো মৌসুমে সার-জ্বালানি সংকটের আশঙ্কা।
উত্তরাঞ্চলের অন্যতম বড় নৌ-বন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়ী। ১৬ জেলার সার, তেল, জ্বালানিসহ অনেক পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই বন্দর। এজন্য বোরো মৌসুমে ব্যস্ততা বাড়ে এই রুটের।
তবে, শুষ্ক মৌসুম আসার আগেই নাব্যতা সংকটের মুখে বাঘাবাড়ী। ডুবোচরের কারণে ঘাটে ভিড়তে পারছে না বড় নৌযান। পণ্য ওঠা-নামায় নিতে হচ্ছে ছোট ছোট নৌকার সহায়তা। এই পরিস্থিতির কারণে খরচ বেড়েছে বন্দর ব্যবহাকারীদের।
অনেকের অভিযোগ, সময়মতো ড্রেজিং না করায় এই অবস্থা তৈরি হয়েছে। সামনে আরও খারাপ পরিস্থিতি তৈরি হবে বলে আশঙ্কা তাদের।
তবে, বন্দরে সচল রাখতে দ্রুত ড্রেজিংয়ের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
নদীতে নৌযান চলাচলের জন্য ন্যূনতম ৯ থেকে ১০ ফুট গভীরতা থাকা দরকার। তবে, এখন এই রুটের অনেক জায়গায় গভীরতা ৭ ফুটেরও কম।