নিঃশ্বাস নিতে পারছি না, বাঁচার আকুতি কৃষ্ণাঙ্গ যুবকের
বিদেশ : কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।মিনেপোলিস পুলিশের প্রধান মেদারিয়া আরাডোনদো জানিয়েছেন, চার কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। তারা এখন মিনেপোলিশের সাবেক কর্মী। সম্প্রতি এক কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশের নির্যাতন করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।
সেখানে দেখা গেছে, ওই যুবককে হাঁটু দিয়ে চেপে ধরে নির্যাতন করছেন এক পুলিশ কর্মকর্তা। জর্জ ফ্লোয়েড নামের ওই কৃষ্ণাঙ্গ যুবক বাঁচার আকুতি জানিয়ে বারবার বলছিলেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনা প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন।
কিন্তু একপর্যায়ে তা সহিংস হয়ে ওঠে। পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ও বিন ব্যাগ ছোড়ে। জবাবে বিক্ষোভকারীরা তাদের দিকে পানির বোতল ও অন্য জিনিসপত্র ছুড়তে থাকে। এর মধ্যে কিছু বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশনের বাইরে ভাঙচুর করেছে। কৃষ্ণাঙ্গ এক ব্যক্তিকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের চার পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
মিনেপোলিস পুলিশের প্রধান মেদারিয়া আরাডোনদো জানিয়েছেন, চার কর্মকর্তা বরখাস্ত হয়েছেন। তারা এখন মিনেপোলিশের সাবেক কর্মী। সম্প্রতি এক কৃষ্ণাঙ্গ যুবককে পুলিশের নির্যাতন করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গেছে, ওই যুবককে হাঁটু দিয়ে চেপে ধরে নির্যাতন করছেন এক পুলিশ কর্মকর্তা।
জর্জ ফ্লোয়েড নামের ওই কৃষ্ণাঙ্গ যুবক বাঁচার আকুতি জানিয়ে বারবার বলছিলেন, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে এই ঘটনা প্রকাশ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন। কিন্তু একপর্যায়ে তা সহিংস হয়ে ওঠে। পুলিশ তাদের দিকে কাঁদানে গ্যাস ও বিন ব্যাগ ছোড়ে। জবাবে বিক্ষোভকারীরা তাদের দিকে পানির বোতল ও অন্য জিনিসপত্র ছুড়তে থাকে। এর মধ্যে কিছু বিক্ষোভকারী একটি পুলিশ স্টেশনের বাইরে ভাঙচুর করেছে।