‘নিঃসন্দেহে ট্রাম্প বর্ণবাদী’

ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণবাদী বলে উল্লেখ করেছেন মার্কিন সর্বকনিষ্ঠ কংগ্রেস সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিয়ো কর্তেজ। মার্কিন টেলিভিশন চ্যানেল এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে কর্তেজ বলেন, নিঃসন্দেহে প্রেসিডেন্ট ট্রাম্প একজন বর্ণবাদী। কংগ্রেসের সঙ্গে ট্রাম্পের মতপার্থক্য ফেডারেল সরকারের কর্মীদের বেতন পরিশোধ না হওয়ার কারণ। একই সঙ্গে ওই মতপার্থক্য সরকারে অচলাবস্থা সৃষ্টিরও কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেন ডেমোক্র্যাট দলীয় এই কংগ্রেস সদস্য।

সীমান্তপ্রাচীর নির্মাণের প্রস্তাব দিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেকে বর্ণবাদী হিসেবে তুলে ধরেছেন বলেও মন্তব্য করেন ২৯ বছর বয়সী কর্তেজ।

ক্ষমতা গ্রহণের পর থেকে একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ঘরে-বাইরে ব্যাপক সমালোচিত হয়েছেন তিনি। সম্প্রতি মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য অর্থ বরাদ্দের দাবি জানিয়ে নতুন বাজেট বিলে সই করেননি তিনি। এ কারণে ফেডারেল সরকারের বেশ কয়েকটি বিভাগ বন্ধ রয়েছে।

ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যদি দেয়াল নির্মাণের অর্থ বিলে যোগ না করা হয়, তবে তিনি তাতে সই করবেন না। এতে যদি কয়েক মাস বা বছর ধরেও সরকারে অচলাবস্থা চলে, তাতেও তিনি প্রস্তুত। অন্যদিকে ডেমোক্র্যাটদের দখলে থাকা প্রতিনিধি পরিষদ থেকে বলা হয়েছে, তাকে কোনোভাবেই দেয়াল নির্মাণের অর্থ দেওয়া হবে না।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!