নিজেই ফাঁস করলেন তিনি করোনা পজিটিভ

স্পোর্টস: গত সপ্তাহ থেকে আবার অনুশীলন শুরু হওয়ার পর লা লিগার শীর্ষ দুই বিভাগে করোনা পরীক্ষায় পাঁচজন খেলোয়াড় হয়েছেন পজিটিভ। উপাত্ত সুরক্ষা আইন অনুযায়ী লা লিগা আক্রান্ত খেলোয়াড়দের নাম গোপন রেখেছে। কিন্তু রিয়াল সোসিয়েদাদের গোলকিপার অ্যালেক্স রেমিরো শনিবার নিজেই জানিয়ে দেন, নতুন করে কোভিড-১৯ আক্রান্ত পাঁচজনের একজন তিনি।

স্পেনের লা লিগায় ২৭টি করে ম্যাচ শেষে ৪৬ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে সোসিয়েদাদ। তাদের ওপরে তিনে রয়েছে সেভিয়া, দুইয়ে রিয়াল মাদ্রিদ ও শীর্ষে বার্সেলোনা। রোববার বার্তা সংস্থা রয়টার্স লা লিগার বিবৃতি অনুযায়ী জানিয়েছে, করোনা শনাক্ত এই খেলোয়াড়েরা বাসায় ব্যক্তিগতভাবে অনুশীলন করতে থাকবেন এবং পরে আবার করোনা পরীক্ষা দিয়েই কেবল ক্লাবের অনুশীলন মাঠে ফিরতে পারবেন।

গত মার্চের প্রথম দিকে করোনাভাইরাসের ছোবলে লা লিগা স্থগিত হয়ে যাওয়ার পর অনেক ক্লাবই আবার খেলোয়াড়দের ব্যক্তিগতভাবে অনুশীলনে ফিরিয়েছে। আর এই অনুশীলন চলছে চার স্তর বিশিষ্ট স্বাস্থ্যবিধি মেনে। গত সপ্তাহে লা লিগা কর্তৃপক্ষ জানায় যে, আগামী মাস থেকেই অসমাপ্ত লিগ আবার শুরু করার ব্যাপারে তারা আশাবাদী।

এ ক্ষেত্রে করোনা পরীক্ষায় সংক্রমণ শনাক্ত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ। লা লিগা খেলোয়াড়দের সতর্কও করে দিয়েছে, ‘ক্লাবের প্র্যাকটিস গ্রাউন্ডে অথবা বাসায় অবশ্য পালনীয় সুরক্ষাবিধি মেনে চলার ব্যাপারে কারোরই কোনও শৈথিল্য দেখানো চলবে না। সংক্রমণের সংখ্যা কমিয়ে রাখার জন্যই এই সুরক্ষাবিধি।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!