নিরাপত্তা বিলের প্রতিবাদ বিক্ষোভে উত্তাল ফ্রান্স

বিদেশ : পুলিশের নিরাপত্তা বিলের প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ফ্রান্সের রাজধানী প্যারিস। শনিবার বিক্ষোভের সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও টিয়ার কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। বিক্ষোভকারীরাও পুলিশের ওপর হামলা চালায়। সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। সকয়েক সপ্তাহ ধরেই পুলিশের নিরাপত্তা সংক্রান্ত একটি বিল পাসের প্রতিবাদে প্যারিস, বোরডে, লিল, মোন্তপেলিয়ে, নন্তেসসহ বহু শহরে বিক্ষোভ হচ্ছে।

উল্লেখ্য, দায়িত্ব পালনের সময় পুলিশের ছবি ও ভিডিও ধারণে নিষেধাজ্ঞা দিয়ে নিরাপত্তা বিল পাস করেছে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ। আইনটি কার্যকর হলে দায়িত্বরত কোনো পুলিশের ছবি প্রকাশ করলে এক বছর পর্যন্ত কারাদ- অথবা ৪৫ হাজার ইউরো পর্যন্ত জরিমানা গুণতে হবে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!