নির্বাচনি সফরে রোববার রংপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : নির্বাচনি প্রচার চালাতে রোববার (২৩ ডিসেম্বর) রংপুর যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এজন্য এলাকাজুড়ে এখন উৎসবের আমেজ। এই সফরে রংপুর-২ তারাগঞ্জ ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের দুটি জনসভায় ভাষণ দেবেন শেখ হাসিনা।
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নির্বাচনি প্রচার কেন্দ্র করে উৎসবমুখর রংপুরের তারাগঞ্জ ও পীরগঞ্জ। শেখ হাসিনাকে বরণে তোরণ নির্মাণের পাশাপাশি, পুরো নির্বাচনি এলাকা সেজেছে ব্যানার-ফেস্টুনে।
নির্বাচনি জনসভার জন্য প্রস্তুত মাঠ, সাজানো হয়েছে মঞ্চ। রংপুর-২ তারাগঞ্জ কলেজ মাঠে সকাল ১০টায় এবং বিকেল ৩টায় পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
নির্বাচনের আগে রংপুরের উন্নয়নে নানা প্রত্যাশার কথা জানিয়েছেন স্থানীয়রা।
জনসভায় কয়েক লাখ মানুষের সমাগম হবে বলে আশাবাদী রংপুর-২ তারাগঞ্জ আসনের মহাজোট প্রার্থী আহসানুল হক চৌধুরী ডিউক।
সভাস্থল ঘিরে থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা। যে কোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে রয়েছে পুলিশ ও বিজিবির টহল।
শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট আবার ক্ষমতায় এলে অসমাপ্ত কাজ দ্রুত শেষ হবে বলে আশা রংপুরবাসীর।