নির্বাচন ঘিরে ভারতে ‘অপারেশন সেন্টার’ চালু করছে ফেসবুক
আর্ন্তজাতিক: ভারতীয় নির্বাচন কমিশন রবিবার লোকসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। অন্যদিকে এ নির্বাচনকে ঘিরে কেউ যেন গুজব ও ভুয়া খবর ছড়াতে না পারে সে জন্য ফেসবুক কর্তৃপক্ষ ভারতে তাদের ‘অপারেশন সেন্টার’ খোলার সিদ্ধান্ত নিয়েছে।
ভারত ও দক্ষিণ এশিয়ার ফেসবুকের পাব্লিক পলিসির পরিচালক শীভান্ত ঠূক্রাল জানান, দিল্লিতে এ অপারেশন সেন্টার খোলা হবে। যেটি ২৪/৭ ঘন্টা ব্যাপী ফেসবুকের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে নজরদারি করবে।
তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ফেসবুক নিশ্চিত করতে চায়, ভারতের আসন্ন নির্বাচন নিয়ে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে পারবে না।
এছাড়া ভারতীয় নির্বাচন কমিশনের সঙ্গে ফেসবুক কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগীতায় থাকবে বলে জানানো হয়।
তবে ভারতে ফেসবুকের ‘অপারেশন সেন্টার’ ঠিক কবে খোলা হচ্ছে তা এখনো নিশ্চিত করে জানানো হয়নি।
ভারতে বিগত নির্বাচনগুলোর সময় ফেসবুকে অনেক ভুয়া খবর ছড়ানো হয়েছিল। এজন্য জনপ্রিয় এ মাধ্যমটি ব্যাপক ভাবে সমালোচনার মধ্যে পড়ে।
তবে এবার সে সুযোগ থাকছে না বলে জানিয়ে ফেসবুক কর্তৃপক্ষ।