নুসরাত হত্যার বিচার দাবিতে পাবনায় মানবন্ধন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবিতে পাবনার ৯ টি উপজেলায় একযোগে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। এ কর্মসুচির অংশ বিশেষ সোমবার বেলা ১২টায় পাবনা প্রেসক্লাবের সামনে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্দ্যেগে ঘন্টাব্যাপি মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন; জেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি এডভোকেট সনৎ কুমার চক্রবর্তী, সাধারণ সম্পাদক বাদল কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষ চন্দ্র ভদ্র।
এ ছাড়া নুসরাত হত্যার বিচার দাবিতে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসুচিতে অংশ নেন,জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সম্পাদক সৌমেন সাহা ভানু, সাংগঠনিক সম্পাদক তপন সরকার হরি,প্রচার সম্পাদক তপন সাহা, জয়কালী বাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রলয় চাকী, হেমায়েতপুর সৎসঙ্গ কমিটির সাধারণ সম্পাদক জুগল কিশোর ঘোষ,মদন মোহন বিউ বিগ্রহ মন্দির কমিটির সাধারণ সম্পাদক বিপ্লব কুমার স্যানাল বিনু, মাতৃমন্দির কমিটির সভাপতি নিতাই সরকার, সাধারণ সম্পাদক মনি তালুকদার,পাবনা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কমল চন্দ্র দাস এবং পাবনা পৌর পূজা উদযাপন পরিষদ কমিটির সভাপতি বলাই সাহা, সাধারণ সম্পাদক দিপঙ্কর সরকার জিতু সহ কৃষ্ণ কুমার সান্যাল কানু, কমল চন্দ্র দাস, প্রদীপ জোয়াদ্দার, উত্তম জোয়াদ্দার, শ্যামল দেবনাথ, খোকন বিশ্বাস, সৌমিত্র সাহা অপু, উত্তম কুন্ডু, উত্তম সাহা, অসিত সাহা, বলরাম দাস, কৃষ্ণা চক্রবর্তী,বিউটি দাশ, অসিম কুমার ঘোষ অংশ নেন।
বক্তারা রাফি সহ সকল নারী নির্যাতনের দৃষ্টান্ত মূলক বিচার দাবি করেন এবং রাফি সহ সারাদেশে যেন আর কোন ছাত্রী নির্যাতনের শিকার না হয় তার জন্য প্রত্যকটি নারি নির্যাতন মামলার উপযুক্ত বিচার প্রত্যাশা করেন।