পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
এস এম আলম, ৪ অক্টোবর : করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পাবনায় শুরু হয়েছে পক্ষকালব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন।সকালে রামচন্দ্রপুর কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইনের উদ্বোধর করেন সিভিল সার্জন ডা: মেহেদী ইকবাল।
পৌর সভায় শিশুদের টিকা খাওয়ান কামরুন নাহার জলি। করোনা মহামারির কারনে এবার, শিশু এবং তাদের অভিভাবকদের মাস্কসহ প্রয়োজনীয় স্বাস্থ্য সুরক্ষা নিয়ে অস্থায়ী কাম্পে এসে সামাজিক দুরত্বে দাড়িয়ে টিকা গ্রহন করতে হবে।
প্রতিবছর দিনব্যাপী হলেও এবার করোনা সংকটের কারনে পক্ষকালব্যাপী এ ক্যাম্পেইন চলবে আগামী ১৭ অক্টোবর বিকেল ৪ টা পর্যন্ত। এ ক্যাম্পেইনর আওতায় এ জেলায় এবার ৬থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের খাওয়ানো হবে লাল ক্যাপসুল।
এবার এ জেলায় মোট ৩লাখ ৮৭ হাজার শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
Spread the love