পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ ; ১৭ প্লাটুন বিজিবি মোতায়েন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের (কাদিয়ানী) বার্ষিক সালানা জলছা বন্ধ ও তাদের অমুসলিম ঘোষণার দাবিতে খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ সমর্থক মুসুল্লিদের বিক্ষোভ।

শুক্রবার জুম্মার নামাজ শেষে খন্ড খন্ড মিছিল নিয়ে মুসুল্লিরা শহরের শেরে বাংলা পার্ক মোড়ে জড়ো হয়। বিক্ষুব্ধ মুসুল্লিদের সাথে স্থানীয় এবং বহিরাগত কিছু যুবক বিক্ষোভসহ সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় বিক্ষুব্ধরা পুলিশের উপর ব্যাপক ইট পাটকেল ছুড়ে। পুলিশও কয়েকশ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ। এতে পুলিশ, পথচারীসহ কমপক্ষে ২০ জন আহত হন। তিন ঘন্টা ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক মহাসড়কের পথচারীরাও অবরুদ্ধ হয়ে পড়ে। মুসুল্লিদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া ও পুলিশের রাবার বুলেট এবং টিয়ারসেল নিক্ষেপ চলছিল। এদিকে বিক্ষুব্ধ মুসুল্লিরা আহমদিয়া সম্প্রদায়ের ব্যবসায়ীদের কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগসহ একাধিক বাড়িতেও আগুন দেয়। শহরের বিভিন্ন পয়েন্ট এ পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যদের টহল দেখা গেছে। তবে পুলিশসহ আইনশৃঙ্খলা সদস্যরা লুটপাট ও অগ্নিসংযোগের সময় কাছে যেতে দেখা যায়নি। বিক্ষুব্ধরা ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে যেতে দেয়নি। সাংবাদিক পরিচয় পেয়েও তারা লাঠিসোটা নিয়ে তেড়ে আসে এবং মারপিট করতে উদ্যত হয়। তবে ঘটনার সময় পুলিশ কয়েকজন যুবককে আটক করে থানায় নিয়ে যায়। প্রতি বছরের মত এবারও জেলা শহরের আহমদ নগর এলাকায় শুক্রবার সকাল থেকে তিনদিন ব্যাপি বার্ষিক সালানা জলসা শুরু হয়। এতে দেশের বিভিন্ন এলাকা থেকে আহমদিয়া সম্প্রদায়ের মানুষজন যোগ দেন।

পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে আহমদিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দকে সালানা জলসা বন্ধের আহব্বান করলে তারা তা বন্ধ করতে সম্মত হয়। তবে বিক্ষুব্ধরা এখনো শহরের বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ করছে। যানবাহন চলাচল বন্ধ হয়েছে। আহমদ নগর এলাকাসহ শহরের গুরুত্বপুর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনর রয়েছে। একজন যুবক মৃত্যুর বিষয়ে পুলিশ সুপার বলেন, বিষয়টি আমরা এখনও নিশ্চিত নয়। কেউ মারা গেছে কিনা, যদি কেউ মারা যায়, তাহলে কিভাবে এবং কোথায় মারা গেল তা খোঁজ না দিয়ে বলা যাবে না। কারণ পুলিশ কোন গুলি ছুড়েনি।

জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম বলেন, শুক্রবার সকাল থেকে শুরু হওয়া আহমদিয়া সম্প্রদায়ের তিনদিন ব্যাপি বার্ষিক সালানা জলসা শুক্রবার রাতেই বন্ধ করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক এর পথে। পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার কেউ মারা যাওয়ার তথ্য তিনি পাননি বলে জানান জেলা প্রশাসক।।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!