পঞ্চাশ শিক্ষা প্রতিষ্ঠানে একজন পাস করেনি; কারন খুঁজতে বললেন শিক্ষামন্ত্রী
চাঁদপুর প্রতিনিধি: সম্প্রতি এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের কলেজে ভর্তি প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলে শিক্ষাপ্রতিষ্ঠানের খুব বেশি মাহাত্ম্য আছে বলে মনে করি না। বরং এক্ষেত্রে শিক্ষার্থী, অভিভাবক শিক্ষকদের বিশেষ ভূমিকা থাকে। আজ সকাল সাড়ে ১০টায় চাঁদপুর আউটার স্টেডিয়ামে মাসব্যাপী বিজয় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, কী কারণে ৫০শিক্ষাপ্রতিষ্ঠানে একজন শিক্ষার্থীও পাস করতে পারলো না তো খতিয়ে দেখে ভালো ফলাফলের ব্যবস্থা নেয়া হচ্ছে।
দীপু মনি বলেন, বিজয়ের মাসে দেশে অরাজকতা করতে চাইলে মানুষ তা প্রতিহত করবে। এটা মানুষ হতে দিবে না।
মন্ত্রী বলেন, ভর্তি পরীক্ষা সুনির্দিষ্ট নিয়মে বরাবরের মতোই হবে। আপনারা জানেন যে পরিমাণ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তার তুলনায় ৭ লক্ষ্য সীট বেশি আছে এইচএসসি এর জন্যে, কাজেই এখানে প্রতিযোগিতায় ব্যর্থ হওয়ার কোন সুযোগ নেই,সকলেই সীট পাবেন। আর আমরা যে অর্থে বলি ভালো প্রতিষ্ঠান, আমাদের দেশে বেশ কিছু প্রতিষ্ঠান আছে যারা দেশের সেরা মেধাবী শিক্ষার্থীদের কে ছেঁকে নিয়ে তাদের প্রতিষ্ঠানে ভর্তি করেন, সব মেধাবীরা যখন এক জায়গায় যায় তারা নিজেদের প্রচেষ্টায়,বাবা-মার প্রচেষ্টায় এবং অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানেরও সেখানে প্রচেষ্টা থাকে – তারা ফের সেরা ফলাফল করেন। সে ক্ষেত্রে প্রতিষ্ঠানের খুব সাংঘাতিক মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। আর আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের প্রশিক্ষিত শিক্ষক এবং যোগ্য শিক্ষকেরা আছেন। সারা পৃথিবীর মতোই আমরা চাই সকল শিক্ষা প্রতিষ্ঠানেটি ‘মিক্স স্ট্যাবিলিটি’ অর্থাৎ সকল ধরনের মেধার শিক্ষার্থীরাই সেখানে থাকবেন। তাহলেই কিন্তু সকলের মেধার বিকাশ ঘটবে এবং আমরা সেজন্যই কাজ করে চলেছি।
কারোই প্রতিযোগিতায় ব্যর্থ হবার সুযোগ নেই, অনেক সিট আছে। আর কোন প্রতিষ্ঠানে ভর্তি হলাম তার চাইতেও বেশী আমরা শিক্ষার্থীরা আমাদের পড়াশোনাটা ঠিকঠাক মতো মনোযোগ দিয়ে করলাম কি না সেটা আমাদের বাবা মা একটু দেখেন ।
আমরা যেন ভিন্ন পথে চলে না যাই, ভুল পথে চলে না যাই সেজন্য সমাজের অনেক দায়িত্ব আছে। আমরা সবাই মিলে সেই দায়িত্বটা যদি পালন করি তাহলে আমাদের এই যে যারা সদ্য এসএসসি পাস করে এইচএসসিতে ঢুকবে তারা সঠিক পথে থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করে তারা তাদের ভবিষ্যত গড়বার জন্য সামনের দিকে এগিয়ে যাবে।
৫০ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে না পারা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার থেকে বড় কথা হল তাদের কি কারণে তারা করতে পারেনি তাদের শতভাগ শিক্ষার্থী পাশ করতে পারল না অর্থাৎ একজন শিক্ষার্থীও পাস করতে পারল না সেটি খতিয়ে দেখে তাদেরকে কি সাপোর্ট দেওয়া যায় যাতে তারা এই ভাবে ব্যর্থ না হয় সে বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি।