পদ বাণিজ্যের ফোনালাপ ফাঁস নিয়ে পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতির সংবাদ সম্মেলন
পাবনা প্রতিনিধি : সম্প্রতি পাবনা জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলুর বিরুদ্ধে পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে। তার একটি অডিও বিভিন্ন মাধ্যমে ফাঁস হয়েছে। এ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে নিজের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করেছেন খন্দকার আহমেদ শরীফ ডাবলু।
শনিবার (১৫ এপলি) দুপুরে পাবনা প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু বলেন, ২০২০ সালের ২৬ নভেম্বর সভাপতি হবার পর তৃণমূলে দলকে সুসংগঠিত ও বিভিন্ন কমিটি গঠন প্রক্রিয়া শুরু করি। ঠিক তখনই দলের ভিতরে ওঁৎ পেতে থাকা কুচক্রি মহল নিজ স্বার্থ হাসিলে ব্যর্থ হয়ে সংগঠনের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে আসছে।
তিনি বলেন, সম্প্রতি চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি গঠন নিয়ে পদবাণিজ্য, অনৈতিক লেনদেনের বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছে। যেখানে আমার সাথে এক নেতার ব্যবসায়ীক লেনদেনের কথাবার্তাকে পদবাণিজ্যের ফোনালাপ ফাঁস হিসেবে রটানো হচ্ছে। যা সত্য নয়। ওই ফোনালাপে তাদের পূর্ব পরিচয়ের সুত্র ধরে ব্যবসায়ীক লেনদেনের কথা বলা হয়েছে। পদবাণিজ্যের মতো কাজের সাথে তিনি জড়িত নন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, নজরুল ইসলাম সোহেল, রমজান আলী শেখ সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক সোয়াইব রাফসান বারী, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক সোহান মাহমুদ বাপ্পি, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, এসএম আশরাফুজ্জামান বাবু, মনোয়ারুল কাদের অলিন, ফয়সাল আহমেদ, রবিউল ইসলাম হৃদয়, রাজিব চৌধুরী প্রমুখ।