পবিস-১ আটঘরিয়ায় “আলোর ফেরিওয়ালা” পরিচালিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক, পাবনা : শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ এই স্লোগানকে বাস্তবায়নে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর আটঘরিয়ায় “আলোর ফেরিওয়ালা” পরিচালিত হচ্ছে। এতে সারা পড়েছে এলাকার সাধারণ মানুষের মধ্যে।
পবিস-১ এর আটঘরিয়া সাব জোনাল অফিস কর্তৃক বছরের শুরুতে বিভিন্ন এলাকায় নতুন মিটার সংযোগ, বৈদ্যতিক তার, মালামালসহ এলাকায় ঘুরে ঘুরে আবেদনপত্র সংগ্রহ, সদস্য ফি ও জামানতের টাকা নিয়ে তাৎতক্ষনিক পরিদর্শণ পূর্বক নতুন মিটার সংযোগ প্রদান করা হচ্ছে।
রোববার আটঘরিয়া সাব জোনাল অফিস এর এজিএম (ওএন্ডএম) মো: নুরুল ইসলাম উপস্থিত থেকে দিন ব্যাপী আটঘরিয়ার পুস্তিগাছা, মতিগাছা ও সঞ্জয়পুর এলাকার বিভিন্ন বাড়িতে নতুন সংযোগ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহায়মীন হোসেন চঞ্চল, সাংবাদিক নুরুল ইসলাম খান, ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।
পবিস-১ এর আটঘরিয়া সাব জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) মো: নুরুল ইসলাম জানান, যেসব বাড়িতে বিদ্যুত সংযোগ নাই, সেইসব বাড়ি খুঁজে খুঁজে তাদের বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রমের অংশ হিসেবে “আলোর ফেরিওয়ালা” পরিচালিত অব্যাহত থাকবে।