পরমেশ্বরী কনীনিকা মা হতে চলেছেন

বিনোদন: পরমেশ্বরী মা হতে চলেছেন। না, রিল লাইফে নয়, একেবারের রিয়েল লাইফে। আর তাই অন্দরমহলের পরমেশ্বরী তথা কনীনিকা বন্দ্যেপাধ্যায় আগেই সরে এসেছিলেন টিভি সিরিয়ালটি থেকে। অবশ্য সেবার জানিয়েছিলেন শারীরিক অসুস্থতার জন্যই সরে আসা। এবার অন্য সব কাজ থেকেও সরিয়ে এনেছেন নিজেকে। শুধুমাত্র মাতৃত্বের আনন্দটা উপভোগ করতে চান তিনি। কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও সুরজিৎ হরির পরিবারে নতুন সদস্য আসার খবরে আনন্দের হাওয়া বইছে। মা হতে যাওয়ার খবরটা স্বীকার করেছেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় নিজেই। গত বছর স্বর্ণ ব্যবসায়ী সুরজিৎ হরির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। জানা যায়, ‘ষড়রিপু’ ছবির শুটিং করতে গিয়েই নাকি সুরজিতের সঙ্গে আলাপ অভিনেত্রীর। সেখানেই কনীনিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন সুরজিৎ। তারপরই এগিয়ে চলে তাদের সম্পর্ক। কনীনিকা এখন ইন্ডাস্ট্রি থেকে অনেকটা দূরেই থাকছেন শারীরিক কারণেই। অন্তঃসত্ত্বা হওয়ার পরও অন্দর মহলের শুটিং করেছিলেন। তবে দু মাস আগেই এই জনপ্রিয় সিরিয়াল থেকে সরে আসার নোটিশ দিযেছিলেন। শেষ পর্যন্ত পরমেশ্বরীরর সরে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অন্দরমহলই বন্ধ হয়ে গিযেছে। কনীনিকা অবশ্য সিরিয়াল বন্ধ হওয়ার দায় নেননি। তবে তার শেষ ছবি ‘মুখার্জিদার বৌ’ ছবির শুটিং তিনি এই অবস্থাতেই শেষ করেছেন বলে জানিযেছেন।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!