পরাণ সিনেমার ডাবিংয়ের অপেক্ষায় মিম

বিনোদন: লাক্স তারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নিয়মিত চলচ্চিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। মহামারি করোনার কারণে দীর্ঘ তিন মাস ধরে ঘরবন্দি রয়েছেন। এদিকে শুটিংয়ের অনুমতি পেয়ে কেউ কেউ শুটিংয়ে ফিরেছেন।

কিন্তু এই পরিস্থিতিতে এখনই শুটিংয়ে ফিরতে নারাজ মিম। সংবাদমাধ্যেমকে এমনটাই জানান এই অভিনেত্রী। ঘরবন্দি সময়ের কথা জানিয়ে মিম বলেনÑএকদমই বাসা থেকে বের হই না। বাসায় নিজেকে ও পরিবারকে সময় দিচ্ছি। এ ছাড়া সিনেমা দেখা ও নিজের ইউটিউবের জন্য কাজ করছি। কবে নাগাদ শুটিংয়ে ফিরবেন জানতে চাইলে তিনি বলেন করোনা পরিস্থিতি দিনদিন খারাপ হচ্ছে।

এর মধ্যে শুটিংয়ে অংশ নিতে মোটেও প্রস্তুত নই। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিং শুরু করব। ‘পরাণ’ সিনেমার শুটিং শেষ। এখন ডাবিংয়ের অপেক্ষায় আছি। পরিস্থিতি স্বাভাবিক হলে বাকি কাজটুকু শেষ করব।

এ ছাড়া ‘ইত্তেফাক’ সিনেমার কাজও শুরু করার পরিকল্পনা রয়েছে। তরুণ নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমায় মিমের বিপরীতে অভিনয় করছেন শরিফুল রাজ এবং ইয়াশ রোহান। লাইভ টেকনোলজিস প্রযোজিত সিনেমাটির চিত্রনাট্য রচনা করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালনা করছেন নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।

চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন মিছিল সাহা। ‘ইত্তেফাক’ সিনেমাটিও নির্মাণ করছেন রায়হান রাফি। মিমের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন চিত্রনায়ক সিয়াম।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!