পরিচ্ছন্নকর্মীকে যৌন নির্যাতন, পাকিস্তানের কূটনীতিবিদ বরখাস্ত

বিদেশ : নারী কর্মচারীকে যৌন নির্যাতনের দায়ে ওয়াকার আহমেদ নামে এক পাকিস্তানি কূটনীতিবিদকে বরখাস্ত করা হয়েছে। তিনি ইউক্রেনের রাজধানী কিয়েভে কর্মরত ছিলেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যম সামা টিভি’র প্রতিবেদনে বলা হয়, ওয়াকার আহমেদ কিয়েভে পাকিস্তান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে কর্মরত ছিলেন। তিনি পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড ১৮ কর্মকর্তা। তাকে দেশে ফিরিয়ে নেওয়া হয়েছে।

ওয়াকার আহমেদের বিরুদ্ধে দূতাবাস কর্তৃপক্ষকে যৌন নির্যাতনের অভিযোগ করেন ভুক্তভোগী পরিচ্ছন্নকর্মী নিজেই। তদন্তে ওই পরিচ্ছন্নকর্মীর ওপর যৌন নির্যাতন চালানোর পাশাপাশি পদের অপব্যবহারের অভিযোগ প্রমাণ হয় ওয়াকারের বিরুদ্ধে।

ঘটনার প্রমাণ পাওয়ার পরই পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দিয়ে ওয়াকারকে বরখাস্ত করার কথা জানায়।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!