পরিবারে অশান্তি, কারাগারে রাখার অনুরোধ স্বামীর
বিদেশ: বাড়িতে সারাদিন অশান্তি লেগেই থাকত। স্ত্রীর সঙ্গে বনিবনা হচ্ছিল না। সব মিলিয়ে বাড়িতে থাকা তার অসহ্য বোধ হচ্ছিল। তাই স্থানীয় পুলিশ ব্যারাকে হাজির হয়ে তাকে কারাগারে রাখার অনুরোধ করলেন এক ব্যক্তি। সম্প্রতি এমনি এক ঘটনা ঘটেছে ইতালিতে। ভারতীয় গণমাধ্যম ডিএনএর প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিশ বছর বয়সী আলবেনিয়ান ওই নাগরিক ইতালির রোমের বাইরে গাইডোনিয়া এলাকায় বসবাস করতেন। মাদক সংক্রান্ত অপরাধের জন্য ওই ব্যক্তি গত কয়েক মাস ধরে গৃহবন্দী ছিলেন। তার সাজার মেয়াদ শেষ হতে আরও কয়েক বছর বাকি ছিল। স্থানীয় পুলিশ ব্যারাকের এক কর্মকর্তা জানান, ওই ব্যক্তি স্ত্রী এবং পরিবারের সাথে বাড়িতে থাকতেন। কিন্তু বাড়িতে তার সময় মোটেও ভালো যাচ্ছিল না। ওই ব্যক্তি পুলিশকে জানান, ঘরোয়া বিবাদ সহ্য করা তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। ওই ব্যক্তি আরও জানান, শোনো, ঘরে আমার জীবন নরক হয়ে গেছে। আর পারছি না। আমি জেলে যেতে চাই। স্বতঃস্ফূর্তভাবেই তিনি স্থানীয় পুলিশের কাছে হাজির হয়ে গৃহবন্দিত্বের বদলে কারাগারেই তাকে সাজা দেওয়ার আহ্বান জানান। পরে অবশ্য ওই ব্যক্তির আনন্দের জন্য গৃহবন্দিত্বের আদেশ লঙ্ঘনের অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়। বিচার বিভাগীয় কর্তৃপক্ষ পরে ওই ব্যক্তিকে কারাগারে স্থানান্তর করার আদেশ দেন।