পাকশী হার্ডিঞ্জব্রীজে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে রং মিস্ত্রীর মৃত্যু
সেলিম আহমেদ, ঈশ্বরদী থেকে : ঈশ্বরদী-খুলনা রেল রুটের পাকশী হার্ডিঞ্জ ব্রীজের ওপর রং করার সময় বিদ্যুৎ স্পর্শ হয়ে মোঃ শরিফ হোসেন (২৬) নামে এক রং মিস্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) পাকশী হার্ডিঞ্জ ব্রীজের ৮ নম্বর গার্ডারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফ পাকশী ইউনিয়নের চররুপপুর গ্রামের চুনু মিয়ার ছেলে। পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম শহীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পাকশী বিভাগীয় রেলওয়ে সেতু প্রকৌশলী মনিরুজ্জামান মনির বলেন, পাকশীর হার্ডিঞ্জ ব্র্রীজের ওপর রাজশাহীর রোজলিন ট্রেডার্সের শামিমুর রহমান রিডারের ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিকেরা রংয়ের কাজ করছিল। কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শ হয়ে ৮ নম্বর গার্ডারের ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন শ্রমিক শরিফ হোসেন। এসময় সহকর্মীরা ফায়ার সার্ভিস ও হার্ডিঞ্জ ব্র্রীজ পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পরে ঈশ্বরদী ইপিজেড ফায়ার স্টেশনের কর্মীরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তানজিনা মোস্তফা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে পৌঁছার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে।