পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে গত ২৪ ঘন্টায় পানি কমেছে ১০ সে:মি: 

পাবনা প্রতিনিধি : পাবনায় পদ্মার পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে গত ২৪ ঘন্টায় ১০ সে:মিটার পানি কমে। আজ সকাল ৯টায় পানি পরিমাপ করা হয়েছে ১৪.১৯ সে:মি। যা বিপদ সীমার এখনো ৬ সে:মিটারের নিচে অবস্থান করছে। তবে পদ্মায় স্রোত রয়েছে।

এদিকে পদ্মা নদীর পানি বৃদ্ধিতে ইতোমধ্যে ২ হাজার হেক্টর জমির ফসলের পাশাপাশি জেলা সদর, ঈশ্বররদী ও সুজানগর উপজেলার ১৩ ইউনিয়নের নিমাঞ্চল প্লাবিত হয়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে ইতোমধ্যে, পদ্মা নদী বেষ্ঠিত পাবনার সুজানগর উপজেলার গুপিনপুর এলাকায় এলজিইডির সড়ক ও স্থানীয় গোরস্থান ও ঈদগাহ মাঠ নদী ভাঙ্গনের কবল থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আড়াই হাজার জিওবি ব্যগ ফেলতে শুরু করেছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!