পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে যা বললেন ড্যারেন স্যামি

স্পোর্টস: অনেক কাঠখড় পুড়িয়ে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পথে ছিল পাকিস্তান। জঙ্গি আক্রান্ত দেশটির মানুষ আবারও ক্রিকেট নিয়ে মেতে ওঠার সুযোগ পেয়েছিল। এরইমধ্যে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে খেলেছে পাকিস্তানে। পিএসএলও আয়োজন হচ্ছে সেই দেশে। কিন্তু শুক্রবার নিউজিল্যান্ড দলের আকস্মিক সফর বাতিল যেন সবকিছুতে জল ঢেলে দিল! দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেটে খেলে আসছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যারেন সামি। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) একাধিক আসরে পাকিস্তানে খেলেছেন তিনি। বিভিন্ন সময় পাকিস্তানের নিরাপত্তা বিষয়ে তাকে সুনাম করতে দেখা গিয়েছে। এবারও তিনি সেটি করেছেন। নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ বাতিল করায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন তিনি। টুইটারে ড্যারেন সামি বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে নিউজিল্যান্ডের পাকিস্তান সিরিজ স্থগিত করাটা হতাশাজনক। আমি বিগত ছয় বছর ধরে পাকিস্তান ক্রিকেট খেলছি এবং সেখানে ভ্রমণের আমার অনেক অভিজ্ঞতা রয়েছে। আমি সব সময় সেখানে নিরাপদ অনুভব করেছি। এটি পাকিস্তানের জন্য বড় ধরনের আঘাত।’

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!