পাবনাকে একটি আধুনিক জেলা গড়তে চাই : এমপি প্রিন্স
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা-৫ (সদর) আসনের তিন তিনবারের নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, জেলার ব্যবসায়ী সমাজ এবং সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে পাবনাকে একটি আধুনিক জেলা গড়তে চাই। তিনি তাকে তৃতীয়বারের মত এমপি নির্বাচিত করায় সকলকে কৃতজ্ঞতা জানান।
গতকাল মঙ্গলবার সকালে পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স পাবনা -৫ (সদর) আসনে তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পক্ষ থেকে তার বাসায় ফুলেল শুভেচ্ছা জানাতে গেলে গোলাম ফারুক প্রিন্স ব্যবসায়ী নেতৃবৃন্দকে এ কথা বলেন।পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরীএবং সিনিয়র সহসভাপতি মো. আলী মর্তুজা বিশ্বাস সনির নেতৃত্বে চেম্বারের প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাবনা চেম্বারের সহসভাপতি মো: ফোরকান রেজা বিশ্বাস বাদশা, পাবনা চেম্বারের পরিচালক সাংবাদিক এবিএম ফজলুর রহমান, পাবনা চেম্বারের পরিচালক জাহাঙ্গীর হোসেন, চেম্বারের পরিচালক মো. রূহুল আমিন বিশ্বাস রানা,চেম্বারের পরিচালক জাহিদ হোসেন জামিম, চেম্বারের পরিচালক মো. ফরিদুল ইসলাম, চেম্বারের পরিচালক এএইচএম রেজুয়ান জুয়েল, চেম্বারের পরিচালক উত্তম কুমার কুন্ডু, চেম্বারের পরিচালক মো. মাসুদুর রহমান মিন্টু, চেম্বারের পরিচালক মো. আবুল হোসাইন খান, চেম্বারের পরিচালক মিরাজুল ইসলাম রুবেল, চেম্বারের পরিচালক মো. সাজ্জাদ হোসেন বাচ্চু, চেম্বার সচিব আব্দুর রাজ্জাক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।