পাবনাবাসী প্রিন্সকে বিপুল ভোটে বিজয়ী করবে: লাল

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল বলেছেন-মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের উন্নয়ন সারা বিশ্বে এখন রোল মডেল। বর্তমান সরকারের সময়ে সারা দেশের ন্যয় পাবনায় ব্যাপক উন্নয়ন হয়েছে।

রুপপুর পারমানবিক বিদুৎ প্রকল্প, মেরিন একাডেমী, রেললাইন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নসহ যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এসব উন্নয়নে গোলাম ফারুক প্রিন্স এর গুরুত্বপুর্ণ ভুমিকা রয়েছে। প্রিন্স একজন শিক্ষিত, সৎ. ন্যয়পরায়ন ও যোগ্য প্রার্থী তার সমকক্ষ প্রার্থী আর কেউ নাই।

আমাদের দুঃখ বারবার আমাদের স্বাধীনতা বিরোধীদের সাথে ভোট করতে হয়। স্বাধীনতা বিরোধীরা মন্ত্রী থাকাকালীন সময়ে পাবনায় কোন দৃশ্যমান কোন উন্নয়নের স্বাক্ষর রাখে নাই। সচেতন শিক্ষিত মানুষ স্বাধীনতা বিরোধী পক্ষের প্রার্থীকে ভোট দিতে পারে না। সৃষ্টি কর্তার অশেষ রহমতে প্রিন্সের পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্ঠি হয়েছে।

আগামী নির্বাচনে পাবনার মানুষ ভুল করবে না। পাবনাবাসী আসন্ন নির্বাচনে পাবনার উন্নয়ন ও শান্তির প্রতীক প্রিন্সকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বুধবার সন্ধ্যায় দাপুনিয়া বাজারে গোলাম ফারুক প্রিন্সের নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, আওয়ামীলীগ নেতা হাসান ইমাম, আবু বক্কার, মঞ্জুরুল ইমাম মধু, জেলা যুবলীগের সভাপতি শরীফ উদ্দিন প্রধান, জেলা শ্রমিক লীগ সভাপতি ফুরকান আলী, সাবেক ছাত্রলীগ নেতা মুনরুজ্জামান রাসেলসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!