পাবনার আটমাইলে ট্রাকের ধাক্কায় নিহত ১ : আহত ২ জন
নিজস্ব প্রতিবেদক, পাবনা
পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটো রিক্সার এক যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরো দুই জন। তাদেরকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (০১ জানুয়ারি ২০১৯) দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পাবনা থেকে ছেড়ে আসা দ্রুতগ্রামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিক্সাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক জন নিহত ও কমপক্ষে তিন জন আহত হয়।
পাকশী হাইওয়ে পুলিশের ইনচার্য রাজিবুল করিম বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা গেলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে। তিনি আরো জানরান, নিহতের পরিচয় এখানো জানা যায়নি।
Spread the love