পাবনার আতাইকুলায় কুপিয়ে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার আতাইকুলা থানার পল্লীতে অজ্ঞাতনামা দূবৃত্তরা হাফিজুর রহমান (৩২) নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে। শনিবার রাত আটটার দিকে থানার রঘুরামপুর বাজার এলাকায় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমান সদর উপজেলার আতাইকুলা থানা এলাকার রঘরামপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, রঘুরামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া একটি জলাশয়ে মাছ চাষকে কেন্দ্র করে হাফিজুর এর সাথে কতিপয় ব্যক্তির বচসা চলে আসছিলো বলে পুলিশ জানতে পেরেছে। তবে এই ঘটনার জেরে হাফিজুর হত্যাকান্ডের ঘটনা ঘটেছে কিনা তা পুলিশ নিশ্চিত করে বলতে পারেনি।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে শনিবার সন্ধ্যার দিকে রঘুরামপুর বাজার এলাকায় অবস্থান করার সময় একদল যুবক হাফিজুরের ওপরে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আটটার দিকে তার মৃত্যু হয়।
পূর্ব কোনো বিরোধের জেরে এই হত্যাকান্ড সংঘটিত হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে এমনটাই জানিয়েছেন আতাইকুলা থানার ওসি।