পাবনার আহম্মদপুরে কালি মন্দিরের প্রতিমা ভাঙচুর
পাবনা প্রতিনিধি : পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার আহম্মদপুর বারোয়ারী কালি মন্দিরের তিনটি প্রতিমা ভাঙচুর করেছে দূর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।
সুজানগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবোধ কুমার নটো জানান, আমিনপুর থানার আহম্মদপুর গ্রামে বারোয়ারী কালি মন্দিরটি অবস্থিত। বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দূর্বৃত্তরা মন্দিরের গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে তিনটি প্রতিমা ভাঙচুর করে। শুক্রবার সকালে প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখতে পায় মন্দির কমিটির নেতারা।
সুবোধ কুমার নটো আরো জানান, সকালের দেখার পর আহম্মদপুর বারোয়ারী কালি মন্দির পরিচালনা কমিটির সভাপতি দিলীপ চন্দ্র সুত্রধর বাদি হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে আমিনপুর থানায় লিখিত অভিযোগ দেন। পরে সিনিয়র সহকারি পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেন ও আমিনপুর থানার ওসি মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শণ করেন।
এ বিষয়ে সিনিয়র সহকারি পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।