পাবনার এতিম খানায় বই ও খেজুর বিতারণ করেন-শিমুল বিশ্বাস
প্রেস বিজ্ঞপ্তি : আলহাজ্ব্ আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের উদ্যেগে পাবনার ভবানীপুর মাদ্রাসা ও এতিমখানার ছাত্র ছাত্রীদের মাঝে কোরআন হাদিস পাঠ্যবই ও অনুদান পাওয়া খেজুর বিতারণ করেন। এছ্ড়াও বিভিন্ন এতিমখানার এতিমদের, মাদ্রাসার ছাত্রছাত্রী ও প্রতিবন্ধীদের মাঝে সংযুক্ত আরব আমিরাতের রাষ্টদুতের অনুদান কৃত খেজুর বিতারণ করেন আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমূল বিশ্বাস।
শনিবার সকালে ভবানীপুর মাদ্রাসা ও এতিম খানার মাঠে মাদ্রাসার সভাপতি ইউনুস প্রামানিকের সভাপতিত্বে বিতারণ অনুষ্ঠানে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সাবেক এমপি মরহুম মওলানা আব্দুস সুবহানের কনিষ্ট পুত্র নেসার আহমেদ,পাবনা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ফিরোজ খান,ট্রাক চালক ইউনিয়নের সভাপতি শহিদুল্লাহ শেখ,সহ-সভাপতি আমজাদ হোসেন,সহ-সম্পাদক আমিরুল ইসলাম ইসহাক,প্রচার সম্পাদক আব্দুল বারেক,মাদ্রাসার সুপার আজিজুল হক,আহেদ আলী বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজুর রহমান রয়েল,জাহাগীর হোসেন,জাহাগীর মেম্বর,সাংবাদিক খালেদ হোসেন পরাগ,জাহিদুল ইসলাম জগলূ,কারিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিকালে পাবনা শহরের ১৪টি এতিম খানার এতিমদের জন্য প্রতিষ্ঠানের প্রধানদের কাছে খেজুর প্রধান করেন আলহাজ্ব আহেদ আলী বিশ্বাস মানব কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এ্যাডভোকেট শামছুর রহমান শিমূল বিশ্বাস।