পাবনার গ্রামাঞ্চলের বাজারে পেঁয়াজের পাতা বিক্রি
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার গয়েশপুর বাজারে শনিবার সকালে পিঁয়াজের পাতা বিক্রি করতে দেখা যায় স্থানীয় এক পিঁয়াজ বিক্রেতাকে। ৫ টাকা আটি মূল্যে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে পিঁয়াজের পাতা।
এখন সবচেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে বাংলাদেশে। বিশেষ করে গত কয়েকদিনে দাম বেড়েছে হু হু করে। ২০০ টাকা ছাড়িয়ে ২৫০ টাকা হয়ে গেছে কেজি প্রতি পেঁয়াজের দাম। চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। চাহিদার চেয়ে আমদানি কম হওয়ায় সাধারণ দরিদ্রলোকেরা পেঁয়াজের স্বাদ মিটাচ্ছে পেঁয়াজের পাতায়।
পিঁয়াজ চাষীরা নতুন পিঁয়াজ ও তার পাতা বিক্রী করছে গ্রাম অঞ্চলের বাজার গুলোতে। পিঁয়াজের পাতা ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায় পিঁয়াজের পাতা বাজারে নিয়ে আসলে তাঁড়াতারি বিক্রি হয়ে যায়। পিঁয়াজের দাম বেশি তাই পাতা বিক্রি করতে কোন সমস্যা হয় না।
Spread the love