পাবনার চেতনার প্রকাশক ও সম্পাদক আদনান শাওনের জন্মদিন পালিত
বার্তা সংস্থা পিপ (পাবনা) : পাবনা থেকে প্রকাশিত দৈনিক পাবনার চেতনার প্রকাশক ও সম্পাদক আদনান শাওনের জন্মদিন শুক্রবার যথাযথ ভাবে পালিত হয়। এ উপলক্ষে রানা শপিং কমপ্লেক্স এক কেক কাটার আয়োজন করা হয়। পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এনটিভি এবং দৈনিক সমকালের স্টাফ রির্পোটার এবিএম ফজলুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির পাবনা জেলা প্রতিনিধি আরকে আকাশ, ইয়েস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত হোসেন পল্লব, ইয়াং জার্নালিস্ট ফোরাম এবং দৈনিক পাবনার বানীর সাংবাদিক রনি, এ যুগের দীপের সাংবাদিক হেলাল উদ্দিন, ফুড জার্নির প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান শ্রাবন, রোটারেক্ট ক্লাব অব ঢাকা ব্রাইটের সভাপতি রায়হান হোসেন পিয়াস, বিএনসিপির পাবনা জেলা প্রতিনিধি আরেফিন মাসুদ এবং দৈনিক পাবনার চেতনার সাংবাদিক শাহাদত হোসেন প্রমুখ।