পাবনার দানবীর মর্জিনা বিশ্বাসের ইন্তেকাল : বুধবার বাদ আসর জানাজা
পিপ (পাবনা) : লতিফ গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান এবং মর্জিনা লতিফ ট্রাষ্টের চেয়ারম্যান দানবীর মর্জিনা বিশ্বাস (৬৮) গতকাল মঙ্গলবার বেলা পৌনে একটায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। তিনি পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও লতিফ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক এবং মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী এবং আক্তার প্রপার্টিজ লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক ও পাবনা চেম্বারের পরিচালক আক্তার বিশ্বাসের মা। তিনি ২ জন পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেয়েছেন। তিনি পাবনা পৌরসভার আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আলী মতুর্জা বিশ্বাস সনি এবং রানা গ্রুপের চেয়ারম্যান ও পাবনা চেম্বারের পরিচালক রুহুল আমিন বিশ্বাস রানার চাচি।
মঙ্গলবার বাদ এশা ঢাকার মনসুরাবাদে মনসুরাবাদ জামে মসজিদে প্রথম জানাজা এবং আজ বুধবার বাদ আসর পাবনার সদর গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে আরিফপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।
মর্জিনা বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. সোহানী হোসেন, পাবনা চেম্বারের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী, সহসভাপতি ফোরকান রেজা বিশ্বাস বাদশা, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, দৈনিক পাবনা প্রতিদিনের প্রধান সম্পাদক বীরমুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, দৈনিক বিবৃতি সম্পাদক আলহাজ ইয়াসিন আলী মৃধা রতন, দৈনিক সিনসা সম্পাদক ও ক্যাব সাধারণ সম্পাদক এসএম মাহবুব আলম, মাসপো গ্রুপের চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ বিশ্বাস, পাবনা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক হেলাল উদ্দিন। এদিকে মরহুমার স্বামী পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সাবেক সভাপতি ও লতিফ গ্রুপ অব কোম্পানীজের ব্যবস্থাপনা পরিচালক এবং মর্জিনা লতিফ ট্রাষ্টের মহাসচিব আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস স্বাস্থ্য বিধি মেনে জানাজায় সবাইকে শরীক হওয়ার অনুরোধ করেছেন।