পাবনার দাপুনিয়ায় ট্রাক উল্টে নিহত ১ আহত ৮
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার দাপুনিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আটজন। হতাহত ব্যক্তিরা সবাই শ্রমিক।
মঙ্গলবার সকাল ১০টার দিকে দাপুনিয়া-পাকশী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম রঞ্জু শাহ (৪০)। তার বাড়ি সদর উপজেলার দাপুনিয়া গ্রামে। আহত ব্যক্তিদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত আসলাম প্রামাণিক বলেন, তাঁরা নাজিরপুর থেকে পাথরবোঝাই ট্রাকে করে দাপুনিয়ার দিকে আসছিলেন। অতিবৃষ্টিতে দাপুনিয়ার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকে থাকা পাথর তাঁদের গায়ের ওপর পড়লে তাঁরা আহত হন। আহত রঞ্জুকে পাবনা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Spread the love