পাবনার প্রবীণ সাংবাদিক কানু সান্যাল গুরুতর অসুস্থ
পিপ (পাবনা) : পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও দি ডেইলি বাংলাদেশ পোষ্ট ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার স্টাফ রির্পোটার কানু সান্যাল অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক ও লিভার ট্রান্সপ্লান্ট সার্জারী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জুলফিকার রহমান খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক কানু সান্যাল বেশ কিছুদিন ধরে লিভার কিডনিসহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। সপ্তাহ খানেক আগে শাররিক অবস্থার অবনতি প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
ঢাকায় তার বিভিন্ন টেষ্ট করা হয়েছে শনিবার রিপোর্ট হাতে পেলে বুঝা যাবে তার কি ধরনের সমস্যা হয়েছে বলেও জানান তার ভাতিজি রুপা সান্যাল। তিনি তার চাচা সাংবাদিক কানু সান্যালের সুস্থতা কামনা করেছেন সকলের প্রতি।
এদিকে পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান ও সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ এক বিবৃতিতে পাবনা প্রেসক্লাবের প্রবীণ সদস্য ও দি ডেইলি বাংলাদেশ পোষ্ট ও দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার স্টাফ রির্পোটার কানু সান্যালের আশু সুস্থতা কামনা করেছেন।
Spread the love