পাবনার ফরিদপুরে সরকারের উন্নয়নের ১০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা: বর্তমান সরকারের উন্নয়নের ১০ বছর ও পাবনার ফরিদপুর ইউনিয়নের উন্নয়নের ২ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধায় ফরিদপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলার বেড়হাউলিয়া খেলার মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, ফরিদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান সরকার।
অনুষ্ঠানে বক্তব্য দেন, চাটমোহর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাক, ফরিদপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সরকার যে উন্নয়ন করেছে বিগত দিনে কোন সরকারের আমলেই এই ধরনের উন্নয়ন হয়নি। বর্তমান সরকারের উন্নয়নের ধারা ধরে রাখতে আগামীতে আবারও আওয়ামী লীগ সরকারকে ভোট দিয়ে ক্ষমতায় আনার আহবান জানান।
Spread the love