পাবনার বেড়া থেকে আনছারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে র্যাব
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা বেড়া উপজেলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অনছারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যকে আটক করেছে র্যাব-১৪। রোববার বিকেলে ময়মনসিং থেকে আসা র্যাবের একটি বিশেষ দল বেড়া উপজেলার একটি স্থানে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে গোপন আস্তানা থেকে আনছারুল্লাহ বাংলা টিমের ৫জন সক্রিয় সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে চার জনের বাড়ি পাবনা সাথিয়া উপজেলায় ও একজনের বাড়ি বেড়া উপজেলায়।
আটককৃতরা হলেন, পাবনা সাথিয়া উপজেলার রাঙামাটিয়া গ্রামের মৃত আব্দুল ছাত্তারের ছেলে মো রুহুল আমিন (২৩), বেড়া উপজেলার ঘাটিগাড়া গ্রামের ওয়াদুদ আলীর ছেলে মোঃ ওয়াজেদ আলী (৩০) বেড়া সম্ভুপুর গ্রামের আব্দুস ছামাদের ছেলে আবুল কালাম আজাদ (৩০), বেড়া ছোট বায়রা গ্রামের আবুল হোসেনের ছেলে মোঃ আব্দুল্লাহ (২১), একই গ্রামের মোঃ সিদ্দিকের ছেলে মোঃ মিজান হোসেন(২৩)।
ঘটনার সত্যতা শিকার করে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ^াস বলেন, ঘটনা বা অভিযানের বিষয়ে পাবনার পুলিশ প্রশাসন আগে থেকে জানতো না। ময়মনসিং থেকে আসা র্যাব-১৪ এর একটি দল ওই এলাকাতে আমাদের পুলিশের সহযোগিতা নিয়ে অভিযান পরিচালনা করেছে। বর্তমানে অভিযানে আটক কৃতদের পাবনা বেড়া থানাতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে ময়মনসিং র্যাবের কর্মকর্তারা থানাতে মামলার প্রক্রিয়াধীন করছে বলে জানান তিনি।