পাবনার ভাড়ারায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা
নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দূর্বৃত্তরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের নাম আমিরুল ইসলাম (৩০)। তিনি উপজেলার ভাড়ারা ইউনিয়নের কাথুলিয়া গ্রামের মুন্তাজ ব্যাপারীর ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, আমিরুলকে আতাইকান্দা বুনেপাড়া এলাকায় গুলি করে হত্যা করা হয়। হত্যাকারীরা চলে যাবার সময় সর্বহারার স্লোগান দিয়ে যায়। পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহত আমিরুল এর আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত চরমপন্থি নেতা নিস্তার’র ঘনিষ্টজন বলে এলাকায় পরিচিতি রয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। হত্যার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এএসপি মাসুদ আলম।
Spread the love