পাবনার ভাড়ারায় সংঘর্ষে দুইজন নিহতের ঘটনায় মামলা হয়নি

পাবনা প্রতিনিধি : পাবনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়নি। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানায়, চর থেকে বালু তোলা নিয়ে ভাড়ারা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ এবং জাসদ থেকে সম্প্রতি আওয়ামী লীগে যোগ দেয়া সুলতান আহমেদের বিরোধ চলছে।

এর জেরে সন্ধ্যায় সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে গুরুত্বর আহত ৬ জনকে পাবনা জেনারেল হাসপাতালে নেয়ার পর আব্দুল মালেক ও লস্কর আলী নামের দুই জন মারা যান। নিহতদেও মৃতদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর থেকেই এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!