পাবনার ভাড়ারা ইউপিতে শান্তিপুর্ন ভোটগ্রহন শুরু

নিজস্ব প্রতিবেদক,  পাবনা : নির্বাচন বাতিল হওয়ার ছয় মাস পর 
পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়ন পরিষদের নির্বাচন উৎসবমুখর পরিবেশে  শান্তিপুর্ন অনুষ্ঠিত হচ্ছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহন একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সকাল থেকে ভোটাররা লাইন ধরে ভোট দিচ্ছন। কোথাও কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসনের তরফ থেকে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে। মোতায়েন রয়েছে দুই প্লাটুন বিজিব। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটার ও প্রার্থীরা।
নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভাড়ারা ইউনিয়নে মোট ভোটার ৩৮ হাজার ২৫৭ জন। এর মধ্যে নারী ভোটার ১৮ হাজার ২৯৩ জন, পুরুষ ভোটার ১৯ হাজার ৯৬৪ জন। চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং পুরুষ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন। ৯টি ওয়ার্ডে মোট ভোট কেন্দ্র ১৬টি।
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!