পাবনার মাসালা জোনে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাট
পিপ (পাবনা) : পাবনার অন্যতম অভিজাত রেস্টুরেন্ট ‘মাসালা জোন’ এ সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ জানায়, পাবনার অন্যতম অভিজাত রেস্টুরেন্ট ‘মাসালা জোন’ এর অংশীদার রাজিবের সঙ্গে ব্যাংকের লাইনে দাড়ানো নিয়ে জনৈক ব্যাক্তির সঙ্গে বচসা হয়।
এরই জের ধরে ইফতারের আগে ৪/৫ জনের সশস্র একদল সন্ত্রাসী মাসালা জোনে ঢুকে রাজিবকে খুজতে থাকে। এক পর্যায় তারা অস্ত্র উচিয়ে দাপট দেখায় পরে এলোপাথারী ভাংচুর এবং লুটপাট করে।
এ ঘটনার পর পরই ব্যবসায়ীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পাবনা চেম্বার নেতৃবৃন্দ মাসালা জোনে সন্ত্রাসী হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতার দাবী করেছে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে পাবনা সদর থানার এসআই রফিকুল ইসলাম বার্তা সংস্থা পিপ‘কে জানান, সিসি টিভি ফুটেজ দেখে সন্ত্রাসী সনাক্তের চেষ্টা চলছে।