পাবনার শ্রীপুরে সড়ক দূর্ঘটনায় স্কুল ছাত্রী নিহত
পাবনা প্রতিনিধি : পাবনায় সড়ক দূর্ঘটনায় ময়না নামের ৮ বছরের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। শনিবার সকালে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত ময়না সদর উপজেলার শ্রীকোল গ্রামের আব্দূল হান্নানের মেয়ে। সে শ্রীকোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলো।
পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুল হক জানান, এদিন সকালে ময়না পরিবারের সদস্যদের সাথে শ্রীকোল থেকে পাবনা শহরে আসার পথে পাবনা-সুজানগর আঞ্চলিক সড়কের শ্রীপুর নামকস্থানে পৌছালে দুই সিএনজির সংঘর্ষে তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়নাকে মৃত ঘোষনা করেন।
Spread the love