পাবনার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক সাঁথিয়ার শামসুর
জালাল উদ্দিন সাঁথিয়া (পাবনা) থেকে : জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০১৯ জেলা পর্যায়ে পাবনায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন সাঁথিয়া উপজেলার তলট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুর রহমান।
এ সংক্রান্ত বাছাই কমিটির সভাপতি ও জেলা প্রশাসক কবীর মাহমুদ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এ ফলাফল ঘোষণা করেন। এর আগে গত ২ ডিসেম্বর তিনি উপজেলা পর্যায়ে সাঁথিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।
শামসুর রহমান ২০০৫ সালে চিনানাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সাঁথিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে গণিত শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন।২০১৮ সালে রাজশাহী বিভাগের একমাত্র প্রধান শিক্ষক হিসেবে সরকারি বৃত্তি নিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে থিসিস সহ এমএড ডিগ্রী সম্পন্ন করেন।
এছাড়া তিনি ব্রিটিশ কাউন্সিল থেকে “স্পোকেন ইংলিশ” কোর্স করেন। বর্তমানে তিনি বিভাগীয় অনুমতি নিয়ে আমেরিকান ইনডিপেনডেন্ট ইউনিভার্সিতে পিএইচডি কোর্সে অধ্যয়নরত রয়েছেন।